Monday, May 23, 2022

বিনা খরচে সাংবাদিকতা পড়ার সুযোগ দিচ্ছে ভারত!

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে বিনা খরচে এক বছর মেয়াদী সাংবাদিকতায় পড়ার সুযোগ দিচ্ছেন ‘মদনজিৎ সিং ফাউন্ডেশন’। সম্পূর্ণ বিনা খরচ নয় কেবল আসা-যাওয়ার বিমানের টিকিটও মিলেবে ফ্রিতে।

এ ফাউন্ডেশনের আওতায় ভারতের ইউনেস্ক মদনজিৎ সিং সেন্টার অব এক্সিলেন্স,তারামানি,চেন্নাই-এ বাংলাদেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তির আওতায় এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাচ্ছেন।

সুযোগ-সুবিধা:
১. সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
২. বিমানে যাওয়া-আসার টিকিট
৩. আবাসিক ব্যবস্থা
৪. পড়াশোনার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি।

আবেদনের যোগ্যতা:
১. যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (অনার্স) ভালো ফলাফলপ্রাপ্ত হতে হবে।
২. যেকোন স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়াতে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে।

#যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আগামী ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে সিভিসহ ছবি, সকল পরিক্ষার সনদপত্র ও মার্কসশীটের কপি নিয়ে বর্ণিত ই-মেইলে পাঠাতে পারেন (shekh.bachchu@gmail.com)। বিস্তারিত জানতে কল করুন: ০১৭৯৭৫৫৪৬১০.

সুত্র: Dainik shiksha.

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

সর্বশেষ