আজ বুধবার বিকেলে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ এ বছর বন্ধু রাষ্ট্র ব্রাজিলের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পার করছে।
ব্রাজিলের সাথে যুব ও ক্রীড়া বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী, ‘আমরা ব্রাজিলের একটি বয়স ভিত্তিক দলকে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবো। যার মাধ্যমে দু’দেশের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।’
ব্রাজিলের রাষ্ট্রদূত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সকল প্রস্তাবনাকেই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে ব্রাজিল সরকার। ব্রাজিল বাংলাদেশের সম্পর্ককে স্পোর্টস এর মাধ্যমে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।’
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে ব্রাজিলের সাথে ফুটবলের উন্নয়নে সমঝোতা স্মারক সাক্ষরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলে অত্যন্ত শক্তিশালী একটি দেশ। আমরা দেশের ফুটবলের উন্নয়নে অল্প সময়ের মধ্যে ব্রাজিলের সাথে সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে প্রস্তাব পাঠাবো।’
প্রতিমন্ত্রী জানান, ‘আমরা গত বছর অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের চার জন তরুণ খেলোয়াড়কে ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছি। এ বছর আমরা সেটিকে বাড়িয়ে ১১ জন খেলোয়াড়ের একটি পূর্নাঙ্গ দলকে ব্রাজিলে প্রেরণ করবো। এছাড়া প্রথমবারের মতো স্পেনে অ-১৭ ফুটবল দলের ১১ জন বালিকা খেলোয়াড় প্রেরণ করতে যাচ্ছি।’