চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় শের শাহ কলোনির নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে জুয়া খেলার সময় পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নীল মাদকাসক্তি কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন, মো. লুৎফুর রহমান, মোহাম্মদ রাশেদ ও মো. মোবারক হোসেন।
বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অভিযানে তিন বান্ডেল তাস ও নগদ ৯ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এমরান হোসেন মিলনের পরিচালিত নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রটি ব্যবহৃত হতো অবৈধ কার্যকলাপের অভয়াশ্রম হিসেবে। নিরাময় কেন্দ্রের আড়ালে অনৈতিক কার্যকলাপ চললেও পুলিশ কখনো অভিযান চালাবে না বলে তাদের ধারণা ছিল।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, জুয়া ছাড়াও সেখানে নানা অপরাধমূলক কাজ চলত বলেও স্থানীয়রা জানিয়েছেন।