যশোরের বাঘারপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। উপজেলার মহিরণ এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়া মহিরণ এলাকার মৃত স্বপন রায়ের মেয়ে। সে যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
রিয়ার বোন প্রিয়া রায় জানিয়েছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরেরদিন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকা হলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে প্রতিবেশি ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। কলেজছাত্রী রিয়া একজন সঙ্গীতশিল্পীও।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার।
তিনি জানান, শুক্রবার মধ্য রাতে ঐশী রায় নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো তার আত্মহত্যার কারণ জানা যায়নি।