তাহারেই পড়ে মনে কবিতা – লেখকঃ সুফিয়া কামাল ।
তাহারেই পড়ে মনে কবিতার ভুমিকাঃ ‘তাহারেই পড়ে মনে কবিতা’ শীর্ষক কবিতাটি সুফিয়া কামালের বিখ্যাত কাব্য সাঁঝের মায়া থেকে সংকলিত হয়েছে। এই কবিতাটি প্রথম ১৯৩৫ খ্রিষ্টাব্দে ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি একটি সংলাপ নির্ভর রচনা।এই কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশিত হয়েছে। এখানে কবির ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনার ছায়াপাত ঘটেছে। সহজ সরল ভাষায় কবি প্রকৃতি এবং তাঁর হৃদয়ের বেদনাকে অপূর্ব শিল্প নৈপুণ্যে প্রকাশ করেছেন
তাহারেই পড়ে মনে কবিতা’য় কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়, তা কবিমনকে আচ্ছন্ন করে রাখে রিক্ততার হাহাকারে। প্রকৃতিতে নব বসন্তের আগমনও কবি হৃদয়ের সেই বিষাদময় রিক্ততার সুরকে মুছে ফেলতে পারেনি।
তাহারেই পড়ে মনে কবিতা – লেখকঃ সুফিয়া কামাল ।
“হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
“দখিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”
“এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”
কহিল সে সুদূরে চাহিয়া-
“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? -শুনি নাই,রাখিনি সন্ধান।”
কহিলাম “ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।”
কহিল সে মৃদু মধুস্বরে-
“নাই হ’ল, না হোক এবারে-
আমার গাহিতে গান! বসন্তরে আনিতে ধরিয়া-
রহেনি,সে ভুলেনি তো, এসেছে তো ফাল্গুন স্মরিয়া।”
কহিলাম “ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।”
কহিল সে পরম হেলায়-
“বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নি সে অর্ঘ্য বিরচন?”
“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?”
কহিলাম “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”
কহিল সে কাছে সরি আসি-
“কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।”
তাহারেই পড়ে মনে কবিতার মূলভাবঃ
তাহারেই পড়ে মনে কবিতার মূলভাবঃ কবি সুফিয়া কামাল প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির সঙ্গে মানবমনের রং বদলায়। প্রকৃতিতে বসন্ত এলে, প্রকৃতি অপরূপরূপে সজ্জিত হলে তার ঢেউ মানব মনেও এসে পড়ে।
বসন্তে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য কবিমনে খুশির জোয়ার আনবে, কবিকে ভাবে-ছন্দে-সুরে ফুটিয়ে তুলবেন এটাই প্রত্যাশিত। কিন্তু কোনো কারণে কবির মনে বসন্তের আগমন কোনো প্রভাব ফেলেনি, বসন্ত কবির হৃদয়কে আন্দোলিত করতে পারছে না। তাঁর দৃষ্টি এখনো শীতের দিকে, শীতকে তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না।কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা ছিলেন স্বামী সৈয়দ নেহাল হোসেন, যাঁর আকস্মিক মৃত্যু ঘটেছে। তিনি সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো বিদায় নিয়েছেন যা শীতের সঙ্গে তুলনীয়।
যার উৎসাহ-উদ্দীপনায় কবি বর্তমানের একজন সফল কবি যা বসন্তের সঙ্গে তুলনীয়। শীত রিক্তহস্তে চলে যাবার কারণেইবসন্ত এসেছে ফুলে-ফলে সুশোভিত হয়ে। কিন্তু যে শীত তথা প্রথম স্বামীর কারণেই বসন্ত তথা বর্তমান সফলতার আগমন, সেই শীতকে তিনি কোনো ভাবেই ভুলতে পারছেন না। ফলে প্রকৃতিতে যে বসন্ত তা কবিকে স্পর্শ করছে শীতরূপে। শীতের রিক্ততার হাহাকার যেন কবির জীবনে স্বজন হারানোর বেদনাকেই প্রতিধ্বনিত করে। এ কবিতায় কবির ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে।
আরও পড়ুনঃ আঠারো বছর বয়স কবিতা – সুকান্ত ভট্টাচার্য।
তাহারেই পড়ে মনে pdf | তাহারেই পড়ে মনে কবিতা সুফিয়া কামাল pdf | taharai pora mona kobita pdf download |
তাহারেই পড়ে মনে pdf download করুন। | তাহারেই পড়ে মনে কবিতা সুফিয়া কামাল pdf download করুন | taharai pora mona kobita pdf download করুন। তাহারেই পড়ে মনে [ Download PDF ]



তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর :
তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন:১ তাহারেই পড়ে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কী ?
সঠিক উত্তর: চাদর
প্রশ্ন:২ শুনি নাই, রাখিনি সন্ধান- কবি কীসের সন্ধান রাখেননি ?
সঠিক উত্তর: বসন্তের
প্রশ্ন:৩ তাহারেই পড়ে মনে কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের ?
সঠিক উত্তর: নাটকীয়
প্রশ্ন:৪ কবিভক্ত কবির কাছে কিসের মিনতি করেছেন ?
সঠিক উত্তর: কবিকন্ঠে বসন্ত-বন্দনা
প্রশ্ন:৫ তাহারেই পড়ে মনে কবিতায় কোন বিষয়টি উঠে এসেছে ?
সঠিক উত্তর: মানবমন ও প্রাকৃতির যোগসাদৃশ্য
প্রশ্ন:৬ তাহারেই পড়ে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন ?
সঠিক উত্তর: প্রকৃতির অমোঘ নিয়মে
প্রশ্ন:৭ পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে ?
সঠিক উত্তর: মাঘের সন্ন্যাসী
প্রশ্ন:৮ পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে কে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন ?
সঠিক উত্তর : সুফিয়া কামাল
প্রশ্ন:৯ পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে। উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার সাদৃশ্য আছে ?
সঠিক উত্তর: তাহারেই পড়ে মনে
প্রশ্ন:১০ সুফিয়া কামালের স্বামীর নাম কী ?
সঠিক উত্তর: সৈয়দ নেহাল হোসেন
প্রশ্ন:১১ তাহারেই পড়ে মনে কবিতা টি আচ্ছন্ন হয়ে আছে-
সঠিক উত্তর: বিষাদময় রিক্ততার সুর
প্রশ্ন:১২ তাহারেই পড়ে মনে কবিতায় অলখের পাথার বাহিরা তরী তার এসেছে কি ?- চরণটিতে কবির কোন ভাব ফুটে উঠেছে ?
সঠিক উত্তর: উদাসীনতা
প্রশ্ন:১৩ তাহারেই পড়ে মনে কবিতায় কোন বিষয়টি উঠে এসেছে ?
সঠিক উত্তর: মানবমন ও প্রাকৃতির যোগসাদৃশ্য
প্রশ্ন:১৪ শুনি নাই, রাখিনি সন্ধান- কবি কীসের সন্ধান রাখেননি ?
সঠিক উত্তর: বসন্তের
প্রশ্ন:১৫ বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে অভিহিত-
সঠিক উত্তর: সুফিয়া কামাল
প্রশ্ন:১৬ দক্ষিণ দুয়ার শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন ?
সঠিক উত্তর: বসন্তের দক্ষিণা বাতাস
প্রশ্ন:১৭ তাহারেই পড়ে মনে কবিতা র অন্যতম বৈশিষ্ট্য হলো-
সঠিক উত্তর: নাটকীয়তা
প্রশ্ন:১৮ নিচের কোন পুরষ্কারটি সুফিয়া কামাল পাননি ?
সঠিক উত্তর: স্বাধীনতা পদক
প্রশ্ন:১৯ বসন্ত-বন্দনা বলতে বোঝানো হয়েছে-বসন্তে-
সঠিক উত্তর: কবিতা লেখা
প্রশ্ন:২০কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি ? কে স্নিগ্ধ আঁখি তুলে কথা বলল ?
সঠিক উত্তর: কবি
প্রশ্ন:২১ বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন হওয়ার কারণ-
সঠিক উত্তর: প্রিয়জনের মৃত্যু
প্রশ্ন:২২ সংলাপনির্ভর রচনা-
সঠিক উত্তর: তাহারেই পড়ে মনে
প্রশ্ন:২৩ কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ?
সঠিক উত্তর: কুমিল্লায়
প্রশ্ন:২৪ ফুল কি ফোটেনি শাখে ? কবি এ জাতীয় প্রশ্ন করেছেন কেন ?
সঠিক উত্তর: উদাসীনতার জন্য
প্রশ্ন:২৫ কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করা হয়েছে কোনটিতে ?
সঠিক উত্তর: কুঁড়ি>কোরক
প্রশ্ন:২৬ তাহারেই পড়ে মনে কবিতায় কী ফোটার কথা জানতে চেয়েছেন ?
সঠিক উত্তর: আমের মুকুল
প্রশ্ন:২৭ কবিভক্ত কবির কাছে কিসের মিনতি করেছেন ?
সঠিক উত্তর: কবিকন্ঠে বসন্ত-বন্দনা
প্রশ্ন:২৮ পুষ্পুশূন্য দিগন্তের পথে কে চলে গেছে ?
সঠিক উত্তর: মাঘের সন্ন্যাসী
প্রশ্ন:২৯ গঠনরীতির দিক থেকে তাহারেই পড়ে মনে কবিতাটি কী ধরনের ?
সঠিক উত্তর: সংলাপনির্ভর
প্রশ্ন:৩০ তাহারেই পড়ে মনে কবিতাটি কোথায় প্রথম প্রকাশিত হয় ?
সঠিক উত্তর: মাসিক মোহাম্মদী পত্রিকায়
প্রশ্ন:৩১ দক্ষিণ দুয়ার গেছে খুলি ? চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
সঠিক উত্তর: কবি মনের উদাসীনতা
প্রশ্ন:৩২ কে কবিকে বসন্তের বন্দনায় গীতি রচনা করতে বলেছেন ?
সঠিক উত্তর: কবিভক্ত
প্রশ্ন:৩৩ কুহেলি শব্দটি তাহারেই পড়ে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
সঠিক উত্তর: কুয়াশা
প্রশ্ন:৩৪ কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-এখানে কবির অনুভূতি-
সঠিক উত্তর: শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে
প্রশ্ন:৩৫ গঠনরীতির দিক থেকে তাহারেই পড়ে মনে কোন ধরনের কবিতা ?
সঠিক উত্তর: সংলাপনির্ভর
প্রশ্ন:৩৬ তাহারেই পড়ে মনে কবিতায় ব্যবহৃত মিনতি শব্দটির ব্যুৎপত্তিগত ভাষা-
সঠিক উত্তর: সংষ্কৃত-আরবি
প্রশ্ন:৩৭ তাহারেই পড়ে মনে কবিতায় কবি কেন উম্মনা উদাসীন হয়েছেন ?
সঠিক উত্তর: স্বামীর মৃত্যুর জন্য
প্রশ্ন:৩৮ বসন্ত ঋতুতে কবিকে আচ্ছন্ন করে আছে-
সঠিক উত্তর: শীতের রিক্ততা
প্রশ্ন:৩৯ তাহারেই পড়ে মনে কোন দুয়ার খুলে গেছে ?
সঠিক উত্তর: দক্ষিণ
প্রশ্ন:৪০ তাহারেই পড়ে মনে কবিতা য় কবি মৃদু মধু স্বরে কী বলেন ?
সঠিক উত্তর: নাই হলো, না হোক এবারে
তাহারেই পড়ে মনে কবিতার mcq:
তাহারেই পড়ে মনে mcq:
১. বাংলাদেশের শ্রেষ্ট মহিলা কবির নাম কী?
ক. রোকেয়া সাখাওয়াত হোসেন
খ. সুফিয়া কামাল
গ. সেলিনা হোসেন
ঘ. নীলিমা ইব্রাহিম
২. সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন মুসলমান নারীরা কীভাবে দিন কাটাত?
ক. আলসেমি করে
খ. হেসেখেলে
গ. গৃহবন্দি অবস্থায়
ঘ. স্বাধীনভাবে
৩. ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুফিয়া কামালের
খ. বেগম রোকেয়ার
গ. কামিনী রায়ের
ঘ. স্বর্ণকুমারী দেবীর
৪. ‘মায়া কাজল’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
৫. সুফিয়া কামাল কী হিসেবে ভূষিত হয়েছেন?
ক. জননী সম্ভাষণে
খ. পদ্মভূষণে
গ. মহিয়সী
ঘ. আলো হাতে নারী
৬. ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. বেগম রোকেয়ার
খ. সুফিয়া কামালের
গ. জাহানারা ইমামের
ঘ. কামিনী রায়ের
৭. ‘ইতল বিতল’ সুফিয়া কামালের কী জাতীয় রচনা?
ক. স্মৃতিকথা
খ. ভ্রমণকাহিনি
গ. শিশুতোষ
ঘ. কল্পকাহিনি
৮. কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১১ খ্রিষ্টাব্দে
খ. ১৯১২ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯১৪ খ্রিষ্টাব্দে
৯. কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লায়
খ. পাবনায়
গ. বরিশাল
ঘ. নোয়াখালি
১০. কবি সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৯৯ খ্রিষ্টাব্দে
খ. ১৯৯০ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯৪ খ্রিষ্টাব্দে
১১. কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কুমিল্লায়
খ. পাবনায়
গ. ঢাকায়
ঘ. বরিশালে
১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?
ক. কবির স্বামী
খ. কবি ভক্ত
গ. ঋতুর রাজন
ঘ. মাঘের সনড়ব্যাসী
১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
ক. বাতাবি লেবুর ফুল
খ. শাপলা ফুল
গ. কদম্ব ফুল
ঘ. বেলী ফুল
১৪. “এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?
ক. কবির
খ. কবিভক্তের
গ. কবির স্বামীর
ঘ. কবির ছেলের
১৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
ক. উদ্বোধনী গান
খ. আগমনী গান
গ. দলীয় গান
ঘ. জারি গান
১৬. ‘বেজেছে কি আগমনী গান?’ উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. কবির কৌতুহল
খ. কবির চিত্ত চাঞ্চল্য
গ. কবির উদাসীনতা
ঘ. কবির অধ্যাবসায়
১৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
ক. মালতির
খ. মাধবীর
গ. রজনীগন্ধার
ঘ. চাঁপার
১৮. কবিভক্ত কবিকে কী বলে সম্বোধন করেছেন?
ক. হে কবি
খ. শ্রদ্ধেয় কবি
গ. হে বিরহিনী
ঘ. হে মহিলা কবি
১৯. কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?
ক. পৃথিবীতে
খ. কবিমনে
গ. কবিভক্তের মনে
ঘ. ফুলের রাজ্যে
২০. অলখ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অলক্ষ
খ. অচেনা
গ. নখ
ঘ. আলতা
২১. কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?
ক. প্রবন্ধ রচনা করে
খ. উপন্যাস রচনা করে
গ. শোক-কবিতা রচনা করে
ঘ. বন্দনা গীতি রচনা করে
২২. “এখনো দেখনি তুমি?” এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. ক্রিয়া বিশেষণ
খ. নাবাচক ক্রিয়া বিশেষণ
গ. বিশেষণ
ঘ. সর্বনাম
২৩. কবি কী লক্ষ করেননি?
ক. বর্ষার আগমন
খ. শরতের আগমন
গ. বসন্তের আগমন
ঘ. প্রিয়জনের আগমন
২৪. কবি সুফিয়া কামাল উষ্মনা কেন?
ক. বসন্তের জন্য
খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য
ঘ. শীতের জন্য
২৫. কবিভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন?
ক. কবি উন্মনা বলে
খ. কবি অসুস্থা বলে
গ. কবি ভাবুক বলে
ঘ. কবি অভিমানিনী বলে
২৬. ‘রচিয়া’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. রচনা করে
খ. বরণ করে
গ. চয়ন করে
ঘ. সংরক্ষণ করে
২৭. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?
ক. কবিমন শোকে মুহ্যমান বলে
খ. বসন্ত ভালো লাগে না বলে
গ. শীত চলে যাওয়ার জন্য
ঘ. বসন্তে ফুল ফোটেনি বলে
২৮. ‘পুষ্পারতি’ শব্দটির মানে কী?
ক. ফল
খ. ফুলের বন্দনা
গ. বীজ
ঘ. পুষ্পের উদ্যান
২৯. ‘ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. বসন্তকে
খ. শীতকে
গ. চৈত্রকে
ঘ. বৈশাখকে
৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?
ক. মাঘের চাদর
খ. উত্তরের কুয়াশা
গ. কুয়াশার চাদর
ঘ. মাঘের কুয়াশা
৩১. কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন?
ক. কামালউদ্দীনকে
খ. সৈয়দ নেহাল হোসেনকে
গ. কবিভক্তকে
ঘ. শীতের সনড়ব্যাসীকে
৩২. প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে কোন ঋতুতে?
ক. শীত ঋতুতে
খ. বসন্ত ঋতুতে
গ. শরৎ ঋতুতে
ঘ. হেমন্ত ঋতুতে
৩৩. কবিমন কিসে আচ্ছনড়ব হয়ে আছে?
ক. রিক্ততার হাহাকারে
খ. আনন্দ-উচ্ছ্বাসে
গ. অসীম ভাবনায়
ঘ. অনাবীল আশ্বাসে
৩৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?
ক. কবিভক্ত কবিকে
খ. কবি তাঁর বন্ধুকে
গ. কবির স্বামী কবিকে
ঘ. কবি তাঁর স্বামীকে
৩৫. কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন?
ক. কবি বিরহকাতর বলে
খ. কবি ব্যস্ত বলে
গ. কবি নিরাসক্ত বলে
ঘ. কবি অসুস্থ বলে
তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর:
তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর: তাহারেই পড়ে মনে কবিতা
সৃজনশীল প্রশ্ন ১ : তাহারেই পড়ে মনে কবিতা
সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল । হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে । যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অধুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।
ক.‘তাহারেই পড়ে মনে কবিতা টি কোন ছন্দে লেখা?
খ. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের জামিলের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকের সালমার মনের কষ্ট আর ‘তাহারেই পড়ে মনে” কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাথা”- আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : তাহারেই পড়ে মনে কবিতা
ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে । এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সানিধ্য খোজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।
ক. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ. বসন্তের আগমন সত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ. প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে – উদ্দীপকের উক্তিটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ. ‘তাহারেই পড়ে মনে কবিতা’ য় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক’ – উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : তাহারেই পড়ে মনে কবিতা
সে চলে গেছে বলে কিগো স্মৃতি কি তার যায় ভোলা,
আজো মনে হলে তার কথা, মর্মে যে মোর দেয় দোলা;
এ প্রতিটি ধুলিকণায়, আছে তার ছোওয়া লেগে হেথায়,
আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরের সব দ্বার খোলা।
হেথা সে এসেছিল যবে ঘর ভরে ছিল ফুল উৎসবে;
মোর কাজ ছিল শুধু ভবে, তার হারগাঁথা আর ফুল তোলা।
ক. ‘তাহারেই পড়ে মনে কবিতা” টি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’- বলতে কী বোঝানো হয়েছে?
গ. “তাহারেই পড়ে মনে” কবিতার কবির হাহাকারের দৃশ্যই যেন উদ্দীপকে প্রকাশ পেয়েছে – ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটিতে বিরহবেদনার বর্ণনার সাথে তাহারেই পড়ে মনে কবিতার কবির মনোবেদনার প্রকৃতিঘনিষ্ঠ যে বর্ণনা, তার সাথে মিলের চেয়ে অমিলই বেশি” মন্তব্যটি তোমার মতামতসহ যাচাই করো।
তাহারেই পড়ে মনে কবিতার আরও সৃজনশীল প্রশ্ন ও উত্তরঃ ১। সৃজনশীল প্রশ্ন ও উত্তর
তাহারেই পড়ে মনে কবিতা আবৃত্তিঃ
তাহারেই পড়ে মনে কবিতা আবৃত্তিঃ